লোকো-মুখে এ কথা আমরা সবাই শুনে থাকি যে, গাঁয়ের
মানুষগুলো বড্ড সহজ সরল হয়েই জন্মায়, এ যেনো বিধাতার দেয়া এক অপার করুণা। তা-ই যদি
হয়, তবে সে গাঁয়েরই মেয়ে তুলি সহজ-সরলা, মিশুক-চঞ্চলা প্রকৃতির হবে তা তো সকলেরই
জানার কথা বৈকি।
ঠিক তা-ই, তুলিও ততটুকু শান্ত, যতটুকু না রইলেই নয়।
পড়ার সময় পড়া আর খেলার সময় খেলা কথাটি কানে নিলেও কারো বিপদের সময় তা মানতে নারাজ
সবে এগারো-য় পা দেয়া এই কিশোরীর, এতে যতই থাকুক না জমা সমুদ্রাধিক পড়া কিংবা না
হোক দিনের পর দিন খেলার সাথীদের সাথে মিলন।
তাই তো মাঝে মাঝে তার স্বপ্নের গল্প শুনে অভিভূত হয়ে
থাকে পাড়ার সকলে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন