ক্ষমা করো ওমরান
মিডিয়ার খবরে ভেসে উঠে
পাঁচ বছরের ওমরানের রক্তস্নাত শরীর
মাথায় তাজা রক্ত গড়িয়ে পড়ছে হাতে নিল সে
একি! এযে রক্ত! --- চমকায় কি সে?
হে বেহায়া বিশ্ব মানব সভ্যতা !
হে অন্ধ বিশ্ব বিবেক রক্তের গন্ধ বিচলিত করে না ধ্বংসের এই রূপ ?
কি বীভৎস ! কি ভয়ংকর !
আশ্চর্য হয়ে ভাবি, কেন পারছিনা বলতে কিচ্ছুটি কাউকে
ক্ষোভ থৈ থৈ সমগ্র সত্তা নিমজ্জিত হয় গহীন সমুদ্দুর-
বারুদের গন্ধ - তাজা প্রাণের আর্তনাদ ফোঁটা ফোঁটা ঝরে পড়ে রক্ত কণা
সর্বগ্রাসী যন্ত্রণা, অবসাদ, বিস্মরণ, কুচক্রী চাল গিলে খায় সময়।
প্রেমহীন শূন্য মহাকাশের তলে, বেদানার্ত পৃথিবী’পরে
আমি নির্বাক অশ্রুহীন চোখে স্থির অচঞ্চল
চোখের আগুনে দূর করতে চাই নিমজ্জত অন্ধকার সময় !!
মিডিয়ার খবরে ভেসে উঠে
পাঁচ বছরের ওমরানের রক্তস্নাত শরীর
মাথায় তাজা রক্ত গড়িয়ে পড়ছে হাতে নিল সে
একি! এযে রক্ত! --- চমকায় কি সে?
হে বেহায়া বিশ্ব মানব সভ্যতা !
হে অন্ধ বিশ্ব বিবেক রক্তের গন্ধ বিচলিত করে না ধ্বংসের এই রূপ ?
কি বীভৎস ! কি ভয়ংকর !
আশ্চর্য হয়ে ভাবি, কেন পারছিনা বলতে কিচ্ছুটি কাউকে
ক্ষোভ থৈ থৈ সমগ্র সত্তা নিমজ্জিত হয় গহীন সমুদ্দুর-
বারুদের গন্ধ - তাজা প্রাণের আর্তনাদ ফোঁটা ফোঁটা ঝরে পড়ে রক্ত কণা
সর্বগ্রাসী যন্ত্রণা, অবসাদ, বিস্মরণ, কুচক্রী চাল গিলে খায় সময়।
প্রেমহীন শূন্য মহাকাশের তলে, বেদানার্ত পৃথিবী’পরে
আমি নির্বাক অশ্রুহীন চোখে স্থির অচঞ্চল
চোখের আগুনে দূর করতে চাই নিমজ্জত অন্ধকার সময় !!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন