#আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু কথাঃ
আন্দোলনরত শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমার ছোট ভাই ও বোনের মতো। তোমরা যে আগামীদিনের উজ্জ্বল ভবিষ্যত, তার নজিরবিহীন দৃষ্টান্ত তোমরা স্থাপন করেছো। আমিও নানা ছাত্র আন্দোলনের সাথে জড়িত থেকেছি, মানববন্ধন, মিছিল, সভা-সমাবেশ করেছি কিন্তু তোমাদের দ্বারা রচিত বিশ্বনন্দিত এই আন্দোলন থেকে অনেক কিছু শেখেছি। তোমরা শিখিয়েছো কিভাবে নিজেদের দাবীগুলোকে গণমানুষের দাবিতে পরিণত করতে হয়। কিভাবে আইনের প্রয়োগ করতে হয়।
কিন্তু একটি কথা ভুলে গেলে হবে না যে, আমরা শিক্ষার্থী । আইন কিংবা শাসনতন্ত্র চালনার কাজ আমাদের নয়, আমাদের মূল কাজ পড়াশুনা করা।
অতিআবেগে উত্তেজিত কিংবা অন্যের কানমন্ত্রে আকৃষ্ট হয়ে আমাকে গালিগালাজ না দিয়ে ধীরস্থিরভাবে ভেবে দেখলেই বুঝতে পারবে যে, "এই আন্দোলন আর তোমাদের হাতে নেই।"
এটির কলকাঠি এখন কূটচক্রীদের হাতে, যারা তোমাদেরকে ব্যবহার করে দেশকে অশান্ত করতে চাচ্ছে । যার জ্বলন্ত প্রমাণ আজকের ঘটনা।
তাই, আমি তোমাদের অগ্রজের স্থান থেকে অনুরোধ করছি, তোমরা ক্লাসে ফিরে এসো। আমরা কোনো মতলবাজদের দাবার ঘুটি হতে চাই না। আমরা আবার নতুন করে কোনো দিয়া কিংবা করিমকে হারাতে চাই না।
দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দাবিগুলো মেনে নিয়েছেন। আশা করি, সারাবিশ্ব অতিদ্রুতই এর বাস্তবায়িত রুপ দেখবে।
আন্দোলনরত শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমার ছোট ভাই ও বোনের মতো। তোমরা যে আগামীদিনের উজ্জ্বল ভবিষ্যত, তার নজিরবিহীন দৃষ্টান্ত তোমরা স্থাপন করেছো। আমিও নানা ছাত্র আন্দোলনের সাথে জড়িত থেকেছি, মানববন্ধন, মিছিল, সভা-সমাবেশ করেছি কিন্তু তোমাদের দ্বারা রচিত বিশ্বনন্দিত এই আন্দোলন থেকে অনেক কিছু শেখেছি। তোমরা শিখিয়েছো কিভাবে নিজেদের দাবীগুলোকে গণমানুষের দাবিতে পরিণত করতে হয়। কিভাবে আইনের প্রয়োগ করতে হয়।
কিন্তু একটি কথা ভুলে গেলে হবে না যে, আমরা শিক্ষার্থী । আইন কিংবা শাসনতন্ত্র চালনার কাজ আমাদের নয়, আমাদের মূল কাজ পড়াশুনা করা।
অতিআবেগে উত্তেজিত কিংবা অন্যের কানমন্ত্রে আকৃষ্ট হয়ে আমাকে গালিগালাজ না দিয়ে ধীরস্থিরভাবে ভেবে দেখলেই বুঝতে পারবে যে, "এই আন্দোলন আর তোমাদের হাতে নেই।"
এটির কলকাঠি এখন কূটচক্রীদের হাতে, যারা তোমাদেরকে ব্যবহার করে দেশকে অশান্ত করতে চাচ্ছে । যার জ্বলন্ত প্রমাণ আজকের ঘটনা।
তাই, আমি তোমাদের অগ্রজের স্থান থেকে অনুরোধ করছি, তোমরা ক্লাসে ফিরে এসো। আমরা কোনো মতলবাজদের দাবার ঘুটি হতে চাই না। আমরা আবার নতুন করে কোনো দিয়া কিংবা করিমকে হারাতে চাই না।
দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দাবিগুলো মেনে নিয়েছেন। আশা করি, সারাবিশ্ব অতিদ্রুতই এর বাস্তবায়িত রুপ দেখবে।